AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: বাংলাদেশ সীমান্তে মুড়িমুড়কির মতো পাওয়া যাচ্ছে ভুয়ো আধার কার্ড, মুর্শিদাবাদে ধৃত ৬

Murshidabad: জাল আধার কার্ড তৈরির অভিযোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানিনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ। রানিনগর থানা এলাকা থেকে আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ও জামালউদ্দিন শেখ নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

Murshidabad: বাংলাদেশ সীমান্তে মুড়িমুড়কির মতো পাওয়া যাচ্ছে ভুয়ো আধার কার্ড, মুর্শিদাবাদে ধৃত ৬
ভুয়ো এই আধার কার্ড চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2025 | 2:57 PM
Share

মুর্শিদাবাদ: বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির একাধিক চক্র রয়েছে। বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে ঢুকে এইসব চক্রের কাছ থেকে ভুয়ো আধার কার্ড তৈরি করছে। বেশ কিছুদিন ধরেই এইসব অভিযোগ উঠছিল। এবার মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে এক ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার করা হল ৬ জনকে। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড।

জাল আধার কার্ড তৈরির অভিযোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানিনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ। রানিনগর থানা এলাকা থেকে আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ও জামালউদ্দিন শেখ নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে পুরনো একটি মামলায় গাফফার আলিকে জিজ্ঞাসাবাদ করে সাব্বির আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর চলতি মাসের ৭ তারিখ জলঙ্গি থানা এলাকা থেকে মাহাবুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার মেশিন, পাঁচটি রেটিনা স্ক্যানিং মেশিন, তিনটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি রাবার তৈরি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি ওয়েব ক্যামেরা উদ্ধার হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর জাল আধার কার্ড উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতের নিয়ে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড মুড়িমুড়ির মতো পাওয়া যাচ্ছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করছে। সেই আবহে মুর্শিদাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে ভুয়ো আধার কার্ড তৈরি চক্রের হদিশ পাওয়া গেল।