Fire Arms Recover: মুর্শিদাবাদে উদ্ধার একের পর এক আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৩

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 18, 2022 | 1:00 PM

Murshidabad: মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের কাটাকোপরা কুঠির মোড় এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তখনই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে দু'টি দেশি তৈরি ৭.৬৫ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Fire Arms Recover: মুর্শিদাবাদে উদ্ধার একের পর এক আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৩
মুর্শিদাবাদের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন (নিজস্ব ছবি)

Follow Us

মুর্শিদাবাদ: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। একসঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেরে ৭ এমএম পিস্তল ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের কাটাকোপরা কুঠির মোড় এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তখনই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে দু’টি দেশি তৈরি ৭.৬৫ এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

ধৃত দু’জনের নাম হাসানুজ্জামান ওরফে হাসেন। তার বাড়ি ডোমকলের রাইপুরের সর্দারপাড়ায়। অপরজন হলেন ওয়াসিম আকরাম। তার বাড়ি আলিনগর মোল্লাপাড়া এলাকায়।

এখানেই শেষ নয়, ডোমকলের বাগডাঙা বাজার এলাকা থেকে তল্লাশি চালিয়ে আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকেও দু’টি পাইপ গান ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের নাম অজিত মণ্ডল। তার বাড়ি চারুনগর এলাকায়। সোমবার ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়।

Next Article