বাংলা হয়ে পৌঁছে গিয়েছিল চেন্নাই, ৬ বাংলাদেশির কীর্তি জানেন?

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 28, 2024 | 6:26 PM

Murshidabad: জানা যাচ্ছে,কাঁটাতার পেরনোর সময় ছয় জন থাকলেও তিনজন ধরা পড়ে গিয়েছিল বিএসএফ-এর জালে। তবে অধরা আরও তিন। তাঁদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের আধার কার্ড কোথায়? কীভাবে তৈরি হল সেই খোঁজ চালাচ্ছে পুলিশ।

বাংলা হয়ে পৌঁছে গিয়েছিল চেন্নাই, ৬ বাংলাদেশির কীর্তি জানেন?
বিএসএফ খুঁজাচ্ছে কাকে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পালিয়েছে ‘ওরা’। এখনও মেলনি খোঁজ। কোথায় গেল? কার্যত হন্যে হয়ে খুঁজছে বিএসএফ। কথা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ নিয়ে। ইতিমধ্যে বিএসএফ-এর হাতে গ্রেফতার হয়েছে তিনজন। তবে এখনও অধরা আরও তিন। বিএসএফ সূত্রে খবর, এই ছয় অনুপ্রবেশকারী ভারতের প্রবেশ করার পর আধার কার্ড তৈরি করে দক্ষিণ ভারতের চেন্নাইয়ের কাজে গিয়েছিল। বর্তমান ধরপাকড় পরিস্থিতিতে তারা পরিযায়ী শ্রমিকের কাজ থেকে ফিরে জলঙ্গি সরকার পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের রাজশাহীতে পালানোর চেষ্টা করে। তবে সেই সময়ই বিএসএফের হাতে ধরা পড়ে তিনজন।

জানা যাচ্ছে,কাঁটাতার পেরনোর সময় ছয় জন থাকলেও তিনজন ধরা পড়ে গিয়েছিল বিএসএফ-এর জালে। তবে অধরা আরও তিন। তাঁদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের আধার কার্ড কোথায়? কীভাবে তৈরি হল সেই খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম কামাল হোসেন , শাহাদাত আলি ও হজরত আলি ধৃত তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার বিভিন্ন এলাকায় বলে  খবর তারপরেই জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। শুক্রবার তাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠালে বিচারক চারদিনে পুলিশি হেফাজতের মঞ্জুর করেন।

Next Article
Murshidabad: ধরা পড়েছে তিন জন, এখনও বাকি তিন জন বাংলাতেই ঘুরে বেড়াচ্ছে! হন্যে হয়ে খুঁজছে BSF-পুলিশ
Murshidabad: ‘ড্রাইভারকে বলি আরও জোরে চালাও…’, পর পর বিকট শব্দ হতেই ঘুম উড়ে গেল তৃণমূল নেতার