Murshidabad: ধরা পড়েছে তিন জন, এখনও বাকি তিন জন বাংলাতেই ঘুরে বেড়াচ্ছে! হন্যে হয়ে খুঁজছে BSF-পুলিশ

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 27, 2024 | 9:05 PM

Murshidabad: বিএসএফের করা জলঙ্গি থানার এফআইআর-এ রয়েছে ছয় জনের নাম। তাদের মধ্যে তিনজন গ্রেফতার হয়েছে। আরও তিনজন কোথায় আছে? কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ? এবার সেই তদন্তে পুলিশ।

Murshidabad:  ধরা পড়েছে তিন জন, এখনও বাকি তিন জন বাংলাতেই ঘুরে বেড়াচ্ছে! হন্যে হয়ে খুঁজছে BSF-পুলিশ
চলছে অভিযান
Image Credit source: Getty Images

Follow Us

 মুর্শিদাবাদ: ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতের প্রবেশ! গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। এখনও অধরা তিন। তদন্তকারীরা জানতে পেরেছে,  ভারতে প্রবেশ করে বানানো হয়েছিল ভারতীয় বিভিন্ন পরিচয়পত্র। বিএসএফের কাছ থেকে খবর পায় পুলিশ। লিখিতভাবে বিষয়টি জানানো হয়।  তারপরই অভিযান চালিয়ে মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে  তিন জনকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ধৃতদের নাম কামাল হোসেন , শাহাদাত আলি ও হযরত আলি। ধৃত তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বলে বলে খবর।  জলঙ্গি থানার পুলিশের হাতে ধৃতদের তুলে দেয় বিএসএফ এবং তারপরে আজ শুক্রবার তাঁদেরকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠালে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।

বিএসএফের করা জলঙ্গি থানার এফআইআর-এ রয়েছে ছয় জনের নাম। তাদের মধ্যে তিনজন গ্রেফতার হয়েছে। আরও তিনজন কোথায় আছে? কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ? এবার সেই তদন্তে পুলিশ।

বাংলাদেশের পরিস্থিতি, আর তার জেরে ভারতে অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেফতার-এই বিষয়গুলো নিয়ে ভীষণ উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। লালবাজারের তরফ থেকে জারি হয়েছে কড়া নির্দেশিকা। রাজ্য পুলিশ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে অভিযান চালাচ্ছে। এদিকে, তার সঙ্গে নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাল পাসপোর্ট, জাল ভারতীয় নথি তৈরি করার চক্র। এই সব বিষয়ে বিএসএফও ভীষণভাবে তৎপর। গত বুধবার কাস্টমস ও অভিবাসন দফতরকে সঙ্গে নিয়েই বড় চক্র ভাঙার কড়া নির্দেশ দিয়েছেন BSF-এর ডিজি দলজিৎ সিং চৌধুরী।

Next Article
বাংলা হয়ে পৌঁছে গিয়েছিল চেন্নাই, ৬ বাংলাদেশির কীর্তি জানেন?