Ganga Erosion: খিদে যেন মিটছে না গঙ্গার! বাড়ির পর এবার গিলল জমি

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 29, 2023 | 12:57 PM

Ganga Erosion: এবার সামশেরগঞ্জের শিকদারপুরে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় ৫০ মিটার নদী তীরবর্তী জমি। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শনিবার রাত্রিবেলা বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

Ganga Erosion: খিদে যেন মিটছে না গঙ্গার! বাড়ির পর এবার গিলল জমি
গঙ্গায় ভাঙন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: এই কয়েকদিন আগের ঘটনা। গঙ্গা ভাঙনের জেরে বক্ষে তলিয়ে গিয়েছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একের পর এক বাড়ি। সর্বস্ব হারিয়ে মাথায় হাত পড়ে গিয়েছিল সকলের। আবার ‘রাক্ষুসে’ নদী যেন গোগ্রাসে খেয়ে ফেলছে সব।

এবার সামশেরগঞ্জের শিকদারপুরে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় ৫০ মিটার নদী তীরবর্তী জমি। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শনিবার রাত্রিবেলা বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

সেখানে থাকা প্রায় তিরিশটি পরিবার যাবতীয় আসবাবপত্র সরিয়ে নেয়। রাত থেকেই আসবাবপত্রসহ সরঞ্জাম সরানোর কাজ করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালেও আসবাবপত্র সরানোর কাজ করেন তারা। পাশাপাশি যে কোনও মুহূর্তে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় ঘুম বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের। এলাকার  বাসিন্দারা বলেন, “আজ সকাল আটটা থেকে এই ভাঙন শুরু হয়েছে। বাড়ি ঘরের যাবতীয় যা জিনিস ছিল সব নিয়ে চলে গেছি। নদীর কাছে আমাদের বাড়ি আর কী করা যাবে।”

 

Next Article