মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে অব্যাহত বোমা উদ্ধার। একদিকে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচুলা গ্রাম অন্যদিকে রেজিনগর থানার অন্তর্গত কাশিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে জারে ভর্তি বোমা উদ্ধার হয়েছে। কাশিপুর গ্রামের ঘটনায় গ্রেফতারও হয়েছে এক তৃণমূল সমর্থক। ধৃতের নাম মোশারফ শেখ।
শনিবার সকালে গোপালপুরের স্থানীয় বাসিন্দাদের প্রথমে নজরে পড়ে বোমা ভর্তি জার দুটি। তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুটি জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বোম স্কোয়াডের টিম আসে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। ঘটনায় ধৃত মোশারফ শেখকে গ্রেফতার করে করে নিয়ে যায় পুলিশ। ধৃতকে পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হয়েছে। কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেন, “গোপালপুরের একটা বাড়ি থেকে কিছু বোম পাওয়া গিয়েছে। যার বাড়ি থেকে বোমা পাওয়া গিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে।”
অপরদিকে, মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচুলা গ্রামেও ২০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর, পেয়ে শুক্রবার সন্ধ্যায় ফরাক্কা থানার পুলিশ গিয়ে ২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। ফারাক্কা থানার অ্যান্টি ক্রাইম দলকে। বোম উদ্ধারের ২ ঘণ্টার মধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করে।
ধৃতের নাম রকেট শেখ। বাড়ি ফরাক্কার আমতলা গ্রামে। রকেট শেখকে শনিবার জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। বোমগুলি কেন মজুত করা হয়েছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।