মুর্শিদাবাদ: প্রেমের নামে বারবার সহবাস করা হয়েছে। তারপরও বিয়েতে আপত্তি! এমনকী উপার্জনও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে বাবা-মাকে নিয়ে যুবকের বাড়িতে চড়াও হয়েছিলেন যুবতী। এরপরই অভিযুক্ত যুবকের সঙ্গে গ্রেফতার করা হল ওই যুবতীকেও। মুর্শিদাবাদের ফরাক্কার হাজারপুর গ্রামের ঘটনা। যুবক ও যুবতী উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফরাক্কা থানায়। এরপরই দুজনকে গ্রেফতার করা হয়। যুবকের অভিযোগ, মিথ্যা অভিযোগ তুলে তাঁর বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছেন ওই যুবতী।
যুবতীর অভিযোগ, কাজের সূত্রেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রেমের সুযোগ নিয়ে ওই যুবক ইচ্ছামতো একাধিকবার সহবাস করেন বলেও অভিযোগ যুবতীর। এরপর সম্প্রতি যুবতীকে কাজ থেকে বসিয়ে দেন কাজের দায়িত্বে থাকা ওই যুবক। বছর খানেক ধরে ফোনে যোগাযোগও বন্ধ করে দেন বলে অভিযোগ। বারবার বলেও কোনও কাজ না হওয়ায় ওই যুবতী ফরাক্কা থানার লিখিত অভিযোগ দায়ের করেন, সেই মতো তদন্তও শুরু হয়েছিল।
এরপর গত বৃহস্পতিবার আচমকাই ওই যুবকের বাড়িতে পৌঁছে যান যুবতী ও তাঁর আত্মীয়রা। যুবক অভিযোগ তোলেন, তিনি বাড়ি না থাকার সুযোগ নিয়ে যুবতী তাঁর বাড়িতে যান, তাঁর মাকে সম্পর্কের কথা বলেন। মিথ্যা কথা বলে বাড়ির লোকজনকে চাপ দিতে থাকেন ও আসবাবপত্র ভাঙচুর করেন বলেও অভিযোগ উঠেছে। এরপরই লিখিত অভিযোগ দায়ের করেন যুবকের মা।