Wasef Manzil-Murshidabad: খুলে গেল ওয়াসেফ মঞ্জিলের দরজা, দেখুন কী আছে অন্দরমহলে

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 25, 2023 | 5:37 PM

Wasef Manzil-Murshidabad: নিউ প্যালেসের এস্টেট ম্যানেজার জানিয়েছেন, রবিবার থেকেই ওয়াসেফ মঞ্জিল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে হাজারদুয়ারির পাশাপাশি এই মিউজিয়ামও ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা।

Wasef Manzil-Murshidabad: খুলে গেল ওয়াসেফ মঞ্জিলের দরজা, দেখুন কী আছে অন্দরমহলে

Follow Us

মুর্শিদাবাদ: এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের গন্ধ। আজও একাধিক নির্দশন রয়েছে, যেখানে গেলে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে অতীত। পর্যটকের আনাগোনাও লেগেই থাকে সারা বছর। নবাবের জেলা সেই মুর্শিদাবাদে এবার সময় জানান দেবে দক্ষিণ দুয়ারের ঘণ্টা। পর্যটকদের জন্য খুলে দেওয়া হল নবাবি দস্তাবেজের ওয়াসিফ মঞ্জিল।

মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রে আরও নতুন পালক যুক্ত হল বড়দিনে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল ওয়াসেফ মঞ্জিল। নতুন বছরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মুর্শিদাবাদের ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস।

পর্যটনের মরসুমে আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে নিউ প্যালেস। শুধুমাত্র ঘণ্টা নয়, নবাব আমলের বহু দলিল-দস্তাবেজ সহ ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এই প্যালেসে।

নিউ প্যালেসের এস্টেট ম্যানেজার জানিয়েছেন, রবিবার থেকেই ওয়াসেফ মঞ্জিল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে হাজারদুয়ারির পাশাপাশি এই মিউজিয়ামও ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। জানা যায়, নবাব সিরাজদ্দৌলার সময়ে ওই প্যালেসে বাজানো হত এক বিশাল আকৃতির এক ঘণ্টা। তাতেই বোঝা যেত সময়। প্রায় ১৬ বছরের বেশি সময় ধরে সেই ঘণ্টা বাজেনি। পুরসভার উদ্যোগে সেই ঘণ্টা আবার বাজানোর প্রক্রিয়া শুরু হয়।

Next Article