বহরমপুর: ‘৫০টা ডাক্তারকে ঘরে ঢোকাতে ২ মিনিট লাগবে আমার’, প্রয়োজনে খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না। তাঁকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও তিনি নাকি থামবেন না। ঘেরাও করে রাখবেন চিকিৎসকদের। একদিন আগে এ ভাষাতেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ হুমায়ুন কবীরকে। যা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই চিকিৎসক মহলেও প্রতিবাদের ঝড় ওঠে। এবার এ ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানালেন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। একইসঙ্গে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছেও। পাঠিয়েছেন ইমেল।
সেই ই-মেলেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে লাগাতার আক্রমণাত্মক মন্তব্য করা নিয়ে হুমায়ুনের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অবলম্বে হুমায়ুনের বিরদ্ধে পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন তিনি। লিখছেন, ‘আগে তো একাধিক বার হুমকি দিয়েছেন কিন্তু ২৮ তারিখ করা তাঁর মন্তব্য সব সীমা পার করে গিয়েছে। তিনি বলছেন ৫০ হাজার অনুগামী নিয়ে হাসপাতাল ঘেরাও করবেন।’
এই ইমেলের সঙ্গে হুমায়ুনের হুমকি সংক্রান্ত খবরের কিছু লিঙ্ক, কিছু ইউটিউব লিঙ্কও পাঠিয়েছেন। যদিও হুমায়ুন বলেছিলেন, “ওরা যত খুশি মিছিল করুক। এক হাজার লোক নিয়ে মিছিল করলে আমি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করব। ওদের মেডিক্যাল কলেজে ঘিরে রেখে দেব। “আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়?”