Babri Masjid: বেলডাঙায় বাবরি মসজিদ হবে তো? পাঁচদিন আগে জমি দেখতে বেরলেন হুমায়ুন
Humayun Kabir: আর মাত্র কয়েকদিন বাকি শিলান্যাসের। হুমায়ুনের ঘোষণা মতো আগামী ৬ ডিসেম্বর মসজিদের শিলান্যাস করবেন তিনি। লক্ষাধিক মানুষের সমাগমও আশা করছেন বিধায়ক। হাতে আর বেশি সময় নেই। তাহলে কেন হঠাৎ কান্দিতে গেলেন?

কান্দি: বেলডাঙায় বাবরি মসজিদ হবে বলে বছর খানেক আগেই ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ডিসেম্বরেই শিলান্যাস হওয়ার কথা। কিন্তু সেই নির্ধারিত দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে জটিলতা। যে জমিতে শিলান্যাস হওয়ার কথা, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। জমির মালিক ঘিরে দিয়েছেন সংশ্লিষ্ট জমি। এই পরিস্থিতির মধ্যে এবার জমি খুঁজতে বেরলেন হুমায়ুন! সোমবারই দেখা গেল সেই ছবি।
সোমবার বিকেলে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে দেখা গেল কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায়। ওই এলাকায় তিনি একটি জমি দেখতে গিয়েছেন বলে সূত্রের খবর। বেলডাঙার বিকল্প হিসেবে হুমায়ুন একটি জমি পরিদর্শন করতে গিয়েছিলেন বলেই জানা যাচ্ছে। তবে সেই জমি তাঁর পছন্দ হয়নি। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বারবার দাবি করলেন, বেলডাঙাতেই হবে বাবরি মসজিদ।
আর মাত্র কয়েকদিন বাকি শিলান্যাসের। হুমায়ুনের ঘোষণা মতো আগামী ৬ ডিসেম্বর মসজিদের শিলান্যাস করবেন তিনি। লক্ষাধিক মানুষের সমাগমও আশা করছেন বিধায়ক। তাহলে কেন হঠাৎ কান্দিতে গেলেন? প্রশ্ন করতেই হুমায়ুন বলেন, “বেলডাঙায় আমার জায়গা আছে। তবুও দেখার জন্য এখানকার মানুষ অনুরোধ করেছিল, তাই এখানে এসেছি। কিন্তু জমি পছন্দ হয়নি। এত লোকালয়ে এইসব জিনিস করা যায় না। জায়গা আমার পছন্দ নয়।“
মুর্শিদাবাদের বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদ তৈরি হবে বলেই শোনা যাচ্ছিল। কিন্তু দিনকয়েক আগেই দেখা যায়, সেই জায়গা ঘিরে দেন ওই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন, তাঁর ওই জায়গা খোলামেলা আছে বলেই সবাই ভাবে ওই জায়গায় বাবরি মসজিদ হবে। তিনি এও বলেছেন, “বাবরি মসজিদ তৈরি করার থেকে আগে মুসলমানদের খোঁজ নিক, আগে পাড়ায় যেসব মসজিদ আছে সেগুলোর উন্নয়ন করুক।”
