Murshidabad Murder: আধার কার্ড পুড়িয়ে স্ত্রী-কে কুপিয়ে ‘খুন’ করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 09, 2022 | 5:09 PM

Crime: মুর্শিদাবাদ থানার অন্তর্গত আয়েসবাগ আমতলা এলাকার ঘটনা। মৃতের নাম রুম্পা সর্দার।

Murshidabad Murder: আধার কার্ড পুড়িয়ে স্ত্রী-কে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর
মুর্শিদাবাদে কুপিয়ে খুন (নিজস্ব ছবি)

Follow Us

মুর্শিদাবাদ: মর্মান্তিক! স্ত্রী-র আধার কার্ড পুড়িয়ে দিয়ে কুপিয়ে হত্যা স্বামীর। এখানেই শেষ নয়, খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর।

মুর্শিদাবাদ থানার অন্তর্গত আয়েসবাগ আমতলা এলাকার ঘটনা। মৃতের নাম রুম্পা সর্দার। অভিযুক্ত স্বামীর নাম পিন্টু সর্দার। জানা গিয়েছে, রুম্পার বাপের বাড়ি নারকেল বাগানে। সেখানে মায়ের বাড়িতে ছিলেন তিনি। সেই সময় অশান্তি শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। শুক্রবার রাত্রিবেলা সেই অশান্তি ওঠে চরমে।

এরপর রুম্পা বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। অভিযোগ, তখনই পিন্টু ধারাল অস্ত্রের কোপ মারে তাঁকে। পড়ে বাড়িতে ঢুকে পুড়িয়ে দেয় আধার কার্ড। মহিলার চিৎকারে এলাকায় তৎক্ষনাত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বাড়ি নারকেল বাগানে। আমরা প্রথমে জানতে পারিনি। পরে শুনতে পাই ওকে ছুরির কোপ মারা হয়েছে। তারপর গিয়ে আমরা ডাক্তারখানায় যাই। শুনি যে মারা গিয়েছে।’

Next Article