মুর্শিদাবাদ : চুরি করতে ঢুকেছিল। যা পেল সবকিছু নিল। যাওয়ার সময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রণাম করল চোরেরা। এমনকি, অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা শুনে বাজার করার জন্য ২০০ টাকা ফেরতও দিয়ে গেল চোরেরা। ঘটনাটি মুর্শিদাবাদ ফরাক্কা ব্যারেজ আবাসনের। চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন হরিশচন্দ্র রায় নামে ওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
মুর্শিদাবাদ ফরাক্কা ব্যারেজ আবাসনে থাকেন হরিশচন্দ্র রায়। তিনি ফরাক্কা ব্যারেজ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। ১৯৯৭ সালে অবসর নিয়েছেন। বলেন, সোমবার রাতে তিনি ও তাঁর ভাই খাওয়া দাওয়া করে বাড়িতে বসেছিলেন। রাত তখন ৯টা বাজে। সেই সময় দরজা খোলা ছিল। হঠাৎ দুই যুবক হাতে হাঁসুয়া ও ভোজালি নিয়ে তাঁর ঘরে ঢুকে পড়ে। তাঁদের গলায় ধারালো অস্ত্র ধরে হিন্দিতে বলে, ক্যায় ক্যায় হে সব দিজিয়ে। হরিশচন্দ্রবাবুর ভাই বাধা দিলে তাঁকে বাড়ির শৌচালয়ের ভিতরে আটকে দেয়।
প্রাক্তন প্রধান শিক্ষিক তখন আলমারি থেকে ১৫ হাজার টাকা বের করে দেন। তারপর দুই চোর বাড়ির সব জায়গায় খোঁজাখুঁজি করে দুটি মোবাইল নিয়ে নেয়। চুরি করে বেরনোর সময় চোরেরা প্রাক্তন প্রধান শিক্ষকের পা ছুঁয়ে প্রণাম করে। তখন প্রাক্তন প্রধান শিক্ষক তাদের বলেন, “সব নিয়েছ। কাল বাজার করা ও আমার ফিজিওথেরাপি করার টাকা নেই। যদি বাজার করার জন্য কিছু টাকা দিয়ে যাও তো ভাল হয়।” তখন চুরির টাকা থেকে ২০০ টাকা এবং একটি মোবাইল ফেরত দিয়ে সেখান থেকে চম্পট দেয় চোরেরা।
প্রাক্তন প্রধান শিক্ষক হরিশচন্দ্র রায় ক্ষোভপ্রকাশ করে বলেন, ফরাক্কা ব্যারেজ আবাসনে এই ধরনের ঘটনায় তিনি আতঙ্কিত। ফরাক্কা ব্যারেজ প্রযুক্তির মধ্যে সিআইএসএফ নিযুক্ত থাকে। এছাড়াও ফরাক্কা থানা তাঁর বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে। অথচ এই ধরনের ঘটনা ঘটছে। এই বিষয়ে ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন এই প্রধান শিক্ষক। খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে।