Minor Harassment: স্নান সেরে বাড়ি ঢোকার মুহূর্তে মেয়েটিকে জাপটে ধরল ছেলেটি, তারপর ভয়ানক কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 13, 2022 | 3:13 PM

Murshidabad: মুর্শিদাবাদের ঘটনা। সেখানে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে।

Minor Harassment: স্নান সেরে বাড়ি ঢোকার মুহূর্তে মেয়েটিকে জাপটে ধরল ছেলেটি, তারপর ভয়ানক কাণ্ড
প্রতীকী ছবি

Follow Us

লালবাগ: নিত্যদিনের মতো স্নানে গিয়েছিল। তবে পথেই যে বিপদ ওত পেতে বসে রয়েছে তা হয়ত বুঝতেও পারেনি। স্নান করে বাড়ি ফেরার পথে হল ‘কাল’। অভিযোগ, ঘরের মধ্যে চুপিসারে ঢুকে পড়ে এক যুবক আর তারপরই কিশোরীকে ‘ধর্ষণ’ করে সে।

মুর্শিদাবাদের ঘটনা। সেখানে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার মায়ের দাবি, দুপুর দু’টো নাগাদ নিত্যদিনের মতো স্নানে গিয়েছিলেন ওই কিশোরী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। স্নান সেরে যখন ঘরে ফিরছিল আচমকাই ঘরের ভিতর ঢুকে পড়ে এলাকার এক যুবক। এরপর অভিযুক্ত মেয়েটির হাত-পা মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতার ঠাকুমা বাড়িতে পৌঁছাতেই সে পালিয়ে যায়।

মেয়েটির অবস্থা দেখে নির্যাতিতার ঠাকুমা এলাকাবাসীকে ডাকেন। তারপর তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় লালবাগ মহকুমা হাসপাতালে। পরে মঙ্গলবার সন্ধ্যেয় মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। যদিও, গোটা ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নির্যাতিতার মা বলেন, ‘আমরা কাজের জন্য মাঠে গিয়েছিল। মেয়ে আর ঠাকুমা একসঙ্গে থাকে। এমন কোনওদিন আগে ঘটেনি। গতকাল স্নান শেষ করে মেয়ে আমার বাড়ি ঢুকছিল। ছেলেটা কোনদিকে ছিল জানি না। কাপড় ছাড়ছিল। এরপর সেই গামছা খুলে মুখে বেঁধে দিয়েছে। যাতে ও চিৎকার করতে না পারে। তারপরই ওকে ধর্ষণ করেছে। আমার পাশের বাড়িতেই থাকে ওই ছেলেটি।’ মেয়েটির দাদু জানান, ‘আমার নাতনি হয়। ওর বাড়ির লোকজন দু’টোর সময় ফোন করে বিষয়টি আমায় জানায়। শুনেছি প্রতিবেশী একজন ছেলে ওকে ধর্ষণ করেছে মুখে গামছা বেঁধে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। দোষীর কঠোর শান্তি চাইছি।’

Next Article