মুর্শিদাবাদ: ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদে। গেম খেলা নিয়ে বিবাদ পাঁচ নাবালকের। তারপর প্রতিহিংসার বসে এক বন্ধুকে খুন করার পর তার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল অপর চার বন্ধুর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কারোর বয়স তেরো, কারোর বয়স ষোলো। হাড়হিম এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ এলাকায়। অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ।
মৃত মৃত নাবালকের নাম পাপাই দাস (১৭)। মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারাজ আবাসনের বাসিন্দা সে। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল পাপাই। তেমনটাই দাবি পরিবারের। এমনকী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। তারপর গত ১৫ তারিখ পাপাইয়ের মৃতদেহ উদ্ধার হয় ফরাক্কা ব্যারাজ নিশিন্দ্রা ঘাট ফিডার ঘাট সংলগ্ন জঙ্গল থেকে।
এরপরই মৃতের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই উঠে আসছে আসল তথ্য। যা শুনে কার্যত চমকে ওঠেন খোদ পুলিশ আধিকারিকরাও। যদিও এর পিছিনে আরও কেউ জড়িত কি না, শুধুই গেম খেলা নিয়ে বিবাদ নাকি অন্য কিছুও রয়েছে। তার সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এ দিকে, ছেলেকে হারিয়ে কার্যত শোকে পাথর হয়ে গিয়েছেন মৃতের বাবা মা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।