মুর্শিদবাদ: পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে মারধরের অভিযোগ। কংগ্রেসের মহিলা পঞ্চায়েত সদস্যের গায়ে হাত। শুধু তাই নয়, তাঁকে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ারও অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের অপর এক পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ১ নম্বর পঞ্চায়েতে। যদিও, এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মঙ্গলবার ছিল বড়ঞা ১ নং গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা। সেখানেই উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা বিনা বেগম। অভিযোগ, পঞ্চায়েত অফিসে গ্রাম সভা চলাকালীন আচমকাই কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যার উপর চড়াও হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা বাসার শেখ। এমনকী, মহিলা পঞ্চায়েত সমিতি সদস্যাকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেধড়ক মারধর করা হয় তাঁকে।
মঙ্গলবার এই ঘটনায় দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবিতে বড়ঞা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আক্রান্ত কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা। আক্রান্ত বিনা বেগম বলেন, “বাসারদা বলে এখানে বসতে দেওয়া হয় না। সই নিয়ে আসবি আর চলে যাবি। আমাকে গালিগালাজও করেছে। বলছে কোন বাবা আছে তোর ডাক।” অপরদিকে, কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, জলনিকাশি নিয়ে অভিযোগ জানাতেই ওই মহিলার গায়ে হাত তোলা হয়েছে।