মুর্শিদাবাদ: দু’টো টাকা উপার্জনের জন্য ভিন রাজ্যে গিয়েছিলেন কাজে। পেটের দায়ে পাড়ি দিয়েছিলেন ঘর ছেড়ে। কিন্তু আর ফেরা হল না। ভিন রাজ্যেই প্রাণ গেল বাংলার আরও এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আজমাউল শেখ। বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির চন্দনবাটী গ্রামে।
জানা গিয়েছে, আজমাউন বছর খানেই আগে নির্মান কর্মীর কাজ নিয়ে মুম্বই যান। সেখানে দিব্য কাজ করছিলেন তিনি। মাস খানেকের মধ্যেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু হল না। পরিবার সূত্রে খবর, গত সপ্তাহের বৃহস্পতিবার কাজ করতে গিয়ে ছ’তলা থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত হন। তারপর তাঁকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। তবে শেষ রক্ষা হল না। রবিবার রাতেই মৃত্যু হয় তাঁর।
মৃতের বাবা বলেন, “আমার দুই ছেলে দুই মেয়ে। ছোট ছেলেই মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করত। সেখানেই একটি ব্লিডিংয়ের ছ’তলা থেকে পড়ে যায়। আমার ভাগ্নারাও ওইখানে রয়েছেন। ওরাই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয়। এখন ওকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। যে কোম্পানিতে কাজ করত ওরাও কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করছে।”