Murshidabad: মকরসংক্রান্তিতে অতিথিকে ফেরাননি গৃহকর্ত্রী, ভাতের থালা নিয়ে আসতেই বুঝলেন সবটা হারিয়েছেন তিনি

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 15, 2024 | 1:28 PM

Murshidabad: বাড়ির অদূরেই তাদেরকে দেখতে পান। চিৎকার করতেই হাতে থাকা সোনা, টাকার ব্যাগ সব ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মকর সংক্রান্তির ঘটনায় খাবার চাওয়ার নাম করে দুঃসাহসিক চুরি মুর্শিদাবাদের ভগবানগোলায়।

Murshidabad: মকরসংক্রান্তিতে অতিথিকে ফেরাননি গৃহকর্ত্রী, ভাতের থালা নিয়ে আসতেই বুঝলেন সবটা হারিয়েছেন তিনি
ভগবানগোলায় দুঃসাহসিক চুরি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: দু-তিন ধরে ছেলেগুলো কিচ্ছুটি খায়নি। টাকা লাগবে না, দুটো ভাত হলে খুব ভাল হয়! মকর সংক্রান্তির দিন বাড়ির দরজায় এসেছিলেন মাঝবয়সী এক ব্যক্তি। দেখে তাঁকে ভিখারি বলে মনেও হয়নি গৃহকর্ত্রীর। মনে হয়েছিল, হয়তো কোনও সমস্যায় পড়েছেন. টাকা পয়সা তো চাইছেন না, খাবারই চাইছেন। তাই ফেরাতেও পারেননি। ঘরের দরজায় বসতে বলে তিনি গিয়েছিলেন রান্নাঘর থেকে মুড়ি-দুটো ভাত আনতে। ফিরে দেখেন কেউ তো নেই বসে। বসার ঘরে রাখা মূল্যবান জিনিস, আর টেবিলের ওপরে রাখা স্বামীর মানি ব্যাগটাও উধাও। বুঝতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গেই চিৎকার করে গৃহকর্ত্রী। দৌড়ে ঘরের বাইরে চলে যান তাঁর স্বামী। বাড়ির অদূরেই তাদেরকে দেখতে পান। চিৎকার করতেই হাতে থাকা সোনা, টাকার ব্যাগ সব ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মকর সংক্রান্তির ঘটনায় খাবার চাওয়ার নাম করে দুঃসাহসিক চুরি মুর্শিদাবাদের ভগবানগোলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ভগবানগোলার এক বাসিন্দা আমিন শেখের বাড়িতে এক ব্যক্তি এসেছিলেন। তিনি খাবার চেয়েছিলেন, দুই ছেলেকে খেতে দেবেন বলেন। বাড়ির কর্ত্রী ভিতর থেকে খাবার নিয়ে এসে দেখেন, ঘরের মূল্যবান জিনিস খোয়া গিয়েছে।  সন্দেহের ভিত্তিতেই বাড়ির বাইরে বেরিয়ে খোঁজখবর শুরু করেন পরিবারের সদস্যরা।

বাড়ির অদূরেই তিন জনকে হেঁটে যেতে দেখেন। তখন পিছন থেকে চিৎকার করতেই হাতে থাকা ব্যাগ, সোনার জিনিস ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিন জন। বাড়ির মালিকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। তাদের তিন জনকেই ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

এরপর গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  ভগবানগোলা থানার পুলিশ। তিন জনকেই আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

Next Article