Murshidabad: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি দোকান পিষে দিল ট্রাক্টর…

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2024 | 12:41 PM

Murshidabad: শনিবার কাক ভরে তিনটি দোকান দুর্ঘটনার কবলে পড়তেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টার আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ।

Murshidabad: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি দোকান পিষে দিল ট্রাক্টর...
মুর্শিদাবাদে দুর্ঘটনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর। ভাঙল দোকানের পিলার, দেওয়াল-সহ দোকানের ছাউনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। ঘটনাটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দোগাছি ন’পাড়া অঞ্চলের দোগাছি হাট এলাকায় । দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।

বেশ কিছুদিন ধরেই সামসেরগঞ্জ থানার দোগাছিনপাড়া হয়ে ভাষায়পাইকর চাঁদপুর বাজারের ওপর দিয়ে চলছে পাথর বোঝাই ট্রাক্টার। অভিযোগ, রাজ্য সড়ক থাকলেও সেই রাস্তা দিয়ে না চালিয়ে গ্রামীণ এলাকার ভেতর দিয়ে চালানো হচ্ছে অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর। ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় গ্রামবাসীরা। অতিরিক্ত ট্রাক্টর চলাচলের ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।

শনিবার কাক ভরে তিনটি দোকান দুর্ঘটনার কবলে পড়তেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টার আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা। তারপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Next Article