Migrant Worker Death: দিল্লিতে কাজে গিয়ে প্রাণ হারাল বাংলার আরও এক শ্রমিক, ‘অনাথ’ হয়ে গেল দুই সন্তান

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 10, 2024 | 12:11 PM

Migrant Worker Death: মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত কামারী গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বারো দিন আগে কাজের উদ্দেশ্যে দিল্লি রওনা দিয়েছিলেন আকাশ শেখ (৩৮)। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। বোরিংয়ের কাজের জন্য রাজধানী পাড়ি দিয়েছিলেন তিনি। যুবকের দুই সন্তান রয়েছে।

Migrant Worker Death: দিল্লিতে কাজে গিয়ে প্রাণ হারাল বাংলার আরও এক শ্রমিক, অনাথ হয়ে গেল দুই সন্তান
পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পেটে খিদের জ্বালা, অন্যদিকে সংসার চালানোর ঝক্কি! দুমুঠো অন্ন রোজগারের জন্য সুদুর পথ পাড়ি দিতে হয় শ্রমিকদের। কখনও ভিন রাজ্যে, কখনও বা দেশের বাইরে। তবে সেখানে গিয়েও মিলল নিস্তার। অবলীলায় প্রাণ চলে গেল এক পরিযায়ী শ্রমিকের।

মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত কামারী গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বারো দিন আগে কাজের উদ্দেশ্যে দিল্লি রওনা দিয়েছিলেন আকাশ শেখ (৩৮)। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। বোরিংয়ের কাজের জন্য রাজধানী পাড়ি দিয়েছিলেন তিনি। যুবকের দুই সন্তান রয়েছে। কয়েকদিন আগে শাহবাদ এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারান ওই যুবক। সেই খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

মৃতের আত্মীয় বলেন, “আকাশের একটা ছেলের বয়স চার বছর। একজনের বয় ন’বছর। ওনার প্রথম স্ত্রী মারা গিয়েছে ছ বছর আগে। এক মাস হল দ্বিতীয়বার বিয়ে করেছিল। এখন এই খবর শুনলাম। ওদের কে দেখবে কিছুই। সরকার যদি সাহায্য করত তাহলে হয়ত এই দিন দেখতে হত না।”

Next Article