মুর্শিদাবাদ: তপ্ত বাংলাদেশ, জ্বলছে ওপার বাংলা। সীমান্তের অনেক জায়গাতেই নেই কাঁটাতার। ফলে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। প্রশাসন সে নিয়ে চিন্তিত। মুর্শিদাবাদের জলঙ্গিতে চরভদ্র এলাকায় অবাধে অনুপ্রবেশের অভিযোগ। অভিযোগ, ফসল নষ্ট করে অনুপ্রবেশ ঘটছে। এমনকি ফসল কেটে নিয়েও চলে যাচ্ছেন বাংলাদেশিরা। অভিযোগ সীমান্তের চাষিদের। মহা সঙ্কটে মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, রানিনগর, লালগোলার বিস্তীর্ণ এলাকার চাষিরা। কারণ এই সব জায়গার বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী।
চাষিদের অভিযোগ, মেঠো পথকেই কাজে লাগাচ্ছেন অনুপ্রবেশকারীরা। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতিতে কাঁটাতারহীন এলাকা দিয়ে দিনের পর দিন অনুপ্রবেশ বাড়ছে। আর সেটা যে আরও বাড়তে পারে, সে আশঙ্কা অমূলক নয়, দাবি চাষিদের।
এক চাষি বললেন, “সীমান্তের এক ধার ঘেঁষে জমিতে ফসলের ওপর অত্যাচার হয়। বাংলাদেশের লোক গরু নিয়ে ঢুকে যায়। ফসল কেটে নিয়ে চলে যায়।” আরেক চাষি বলেন, “পাকা ফসলের একটা অংশ কেটে নিয়ে চলে গিয়েছে। গরু দিয়ে ফসল খাইয়ে দিচ্ছে।” ফসল কেটে রেখে গেলেও, তা তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
কিন্তু বিষয়টা শুধু ফসলের নয়, ওই এলাকায় বিস্তীর্ণ এলাকা উন্মুক্ত। এইভাবে যদি অবাধে বাংলাদেশিরা ঢুকতে থাকেন, তাহলে অনুপ্রবেশের আশঙ্কা চতুর্গুণ বেড়ে যাচ্ছে।