জঙ্গিপুর: মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ঝাড়খন্ড থেকে গ্রেফতার এক ব্যক্তি। অভিযুক্তের নাম আসাদুজ্জামান। সোমবার তাঁকে তোলা হবে জঙ্গিপুর আদালতে।
রবিবার সাংবাদিক বৈঠক করে বিধায়ক জানিয়েছিলেন,তাঁর হোয়াটস অ্যাপে কেউ বা কারা বিভিন্ন ধরনের গালিগালাজের মেসেজ করেছেন। সঙ্গে তাঁকে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই কারণে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিছু দালাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে রেইড করিয়ে দেব। মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। আমরা যেহেতু তৃণমূল করি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হয়েছে। গালাগালি করা হচ্ছে।” গোটা ঘটনায় সুতি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
এরপর আজ জানা যায় এই ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন। জেলা পুলিশ আধিকারিকদের নির্দেশ মতো তাকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। কোন উদ্দেশ্যের সঙ্গে কে বা কারা বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত সাংবাদিকদের জানিয়েছেন, সে জাকির হোসেনের মেয়েকে ভালবাসত। অথচ তিনি কোনও রিপ্লাই দেননি। সেই কারণে বিরক্ত হয়ে এই কাজ করেছে। তবে অভিযুক্তের দাবি, তিনি কোনও হুমকি দেননি। আসাদুজ্জামান বলেন, “আমি দু’বছর ধরে ওর মেয়েকে ভালবাসি। তাই আমি জাকির হোসেনকে মেসেজ করতাম। কিন্তু উনি কোনও রিপ্লাই দিতেন না। সেই কারণে আমি বিরক্ত হয়ে কিছু কথা বলেছি।”