Kartik Maharaj: ধর্ষণের অভিযোগে FIR, আজ কি হাজিরা দেবেন কার্তিক মহারাজ?
Kartik Maharaj: অভিযোগ, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তাঁকে। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে।

বহরমপুর: আজ নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা কার্তিক মহারাজের। সোমবারই সেই নোটিস দেওয়া হয়েছে তাঁকে। তবে জিজ্ঞাসাবাদের জন্য আজ, ১ জুলাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে। সেই এফআইআর-এর ভিত্তিতেই তলব করা হয়েছে মহারাজকে।
গত ২৬ জুন নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগ, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তাঁকে। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে।
এরপর সোমবার মুর্শিদাবাদে ভারত সেবাশ্রমে গিয়ে নোটিস দিয়ে এসেছে পুলিশ। সেই নোটিস অনুসারে আজ, মঙ্গলবার সকাল ১০টায় নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা কার্তিক মহারাজের। তবে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলার বাইরে আছেন তিনি। এদিন সেখান থেকে ফেরার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
যদিও আগেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কার্তিক মহারাজ। তিনি বলেছেন, “আশা করি সত্য সত্যের পথে যাবে। আইন আইনের পথেই যায়।” এদিকে কার্তিক মহারাজের পাশেই দাঁড়িয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “অভিযোগ কতটা সত্য, আগে কেন বিষয়টা সামনে আসেনি সবটা নিয়ে তদন্ত হোক।” তাঁর মতে, এটা তৃণমূলের সাজানো অভিযোগ। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “কার্তিক মহারাজের হাজিরা দেওয়া উচিত। যা বলার আছে, তা থানায় গিয়ে বলে আসা উচিত।”
