Pujoy Pulse: ৪০ বছর ধরে প্রতিমা তৈরি করছেন, মৃৎশিল্পী সঞ্জয়কে বিশেষ সম্মান দিল টিভি ৯ বাংলা পুজোয় পালস

Pujoy Pulse: সঞ্জয়বাবু বলেন,"প্রায় চোদ্দ -পনেরো বছর তো হয়েই গেল কাজ করছি। এর থেকে আরও বেশি হতে পারে। কম নয়। প্রতিবছর চার থেকে পাঁচ খানা প্রতিমা তৈরি করি। এবার তিনটে বানিয়েছি।"

Follow Us:
| Updated on: Sep 30, 2024 | 9:36 PM

বহরমপুর: ছোট থেকেই ছিল শিল্পী হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই মুর্শিদাবাদের বহরমপুরে এসেছিলেন সঞ্জয় মণ্ডল। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রায় চল্লিশ বছর প্রতিমা গড়ার কাজ করে চলেছেন তিনি। এখন বয়স ষাট পেরিয়ে একষট্টি। মৃৎ শিল্পী সেই সঞ্জয়কেই টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজ়ন ২ দিল বিশেষ সম্মান।

সঞ্জয়বাবু বলেন,”প্রায় চোদ্দ -পনেরো বছর তো হয়েই গেল কাজ করছি। এর থেকে আরও বেশি হতে পারে। কম নয়। প্রতিবছর চার থেকে পাঁচ খানা প্রতিমা তৈরি করি। এবার তিনটে বানিয়েছি।”

সঞ্জয় মণ্ডলের সংসারে অভাবের শেষ নেই। তাও স্বপ্ন আঁকড়ে চলছে শিল্পীর জীবন। তিন মেয়েকে নিয়ে পাঁচজনের সংসারে আয় বলতে এইটুকুই। মৃৎশিল্পীর স্ত্রী জানালেন, “আমার তিন মেয়ে। এর থেকেই সব। ওঁনার সঙ্গেও কাজে হাত লাগাই।”

এই খবরটিও পড়ুন