AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Migrant Worker Death: ব্যাগটাও কেড়ে নেওয়া হয়েছিল, পকেটে ছিল না টিকিট কাটার টাকা, পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি

Murshidabad: ফের পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুর এলাকার বাসিন্দা ওই যুবক। মাসখানেক আগে ১০-১২ জন যুবক তামিলনাড়ুতে কাজে যান। সেখানে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।

Migrant Worker Death: ব্যাগটাও কেড়ে নেওয়া হয়েছিল, পকেটে ছিল না টিকিট কাটার টাকা, পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2025 | 2:05 PM
Share

মুর্শিদাবাদ: ভিনরাজ্যে হেনস্থার শিকার! তার জেরেই মৃত্যু! এমনই অভিযোগ উঠল এক পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফে। শনিবার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর ঠিক দুদিন আগেই তামিলনাড়ু থেকে ফিরেছেন তিনি। তারপরই এই ঘটনা।

বছর ২৪-এর ওই যুবকের নাম ওয়াহিদ শেখ। তিনি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুর এলাকার বাসিন্দা। মাসখানেক আগে ১০-১২ জন যুবক তামিলনাড়ুতে কাজে যান। সেখানে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী ব্যাগপত্র কেড়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে ওই যুবকের পরিবারের তরফে।

পরিবারের আরও দাবি, টাকার অভাবে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফিরতে পারছিলেন না ওই যুবক। পরে রাজ্য প্রশাসনের তরফ থেকে টিকিট কেটে দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেটা করা হয়নি বলেও অভিযোগ। ‌পরবর্তীতে টাকা ধার করে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরেন তিনি। এরপরই এই ঘটনা।

গত ১৮ সেপ্টেম্বর বাড়ি ফেরেন ওয়াহিদ। ঠিক দু দিন পর অর্থাৎ ২০ তারিখ দুপুরে তাঁর মা হঠাৎ ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, টাকার অভাব, রোজগার কীভাবে হবে, সে কথা চিন্তা করেই ছেলে এমন সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ এখনও পর্যন্ত কোনও স্থানীয় নেতা পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।

আর এক পরিযায়ী শ্রমিক মুস্তাফিজুর রহমানও ফিরেছেন ওয়াহিদের সঙ্গে। তিনি জানিয়েছেন, তৃণমূল নেতা সামিরুল ইসলাম টিকিট কেটে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই টাকাও মেলেনি।

গত কয়েক মাস ধরে বারবার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে বিভিন্ন রাজ্যে। এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।