মুর্শিদাবাদ: জমি নিয়ে মামা-ভাগ্নের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার সকালে চরমে ওঠে সেই বিবাদ। ভাগ্নের মাথায় হাঁসুয়া দিয়ে কোপ মারার অভিযোগ উঠল মামার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জোতকানা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বছর তিরিশের ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম আশিক ইকবাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের আশিক ছোট থেকে দাদুর বাড়িতেই বড় হয়েছে। সেখানেই মামা ফুলসার আলির বাড়ির পাশেই জমি জায়গাও কিনেছে। সেই জমি নিয়ে মামা ফুলসারের সঙ্গে আশিকের বিবাদ বলে জানা গিয়েছে। অভিযোগ, ফুলসার জোর করে সেই জমি দখল করার চেষ্টা করছেন।
কিন্তু তাতে কোনও মতেই রাজি হননি আশিক। জমি সংক্রান্ত বিষয়ে মামা-ভাগ্নের দ্বন্দ্ব চলছিল বেশ কয়েক দিন ধরে। অভিযোগ, বুধবার অসিক ইকবালকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যায় ফুলশার আলি ও তাঁর দুই ছেলে হাফিজুর ও হাবিবুর। তারপরেই লোহার রড ও ধারাল হাঁসুয়া দিয়ে ইকবালের মাথায় কোপ মারে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।