Murshidabad: শেষ দফাতেও মুর্শিদাবাদে বোমা উদ্ধার, গণনার আগে অশান্তির আশঙ্কা?

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 02, 2024 | 9:54 AM

Murshidabad: রাত ১২টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানিনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পিছনে তল্লাশি চালায়। ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমা গুলো রেখেছে তা তাঁর জানা নেই।

Murshidabad: শেষ দফাতেও মুর্শিদাবাদে বোমা উদ্ধার, গণনার আগে অশান্তির আশঙ্কা?
লাগাতার বোমা উদ্ধার
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ যেন বোমা বারুদের স্তূপ! ভোট বাংলার শেষ দফাতেও  ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগরে। মুর্শিদাবাদের রানিনগর থানার পানিপিয়া পুরাতনপাড়া মোড় সংলগ্ন এলাকায় উদ্ধার হয় এই বোমা।  পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানিনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পিছনে তল্লাশি চালায়। ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমা গুলো রেখেছে তা তাঁর জানা নেই।

রাতে পুলিশ বোমা গুলো ঘেরা জায়গায় রেখে পাহারা দেয়। যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকাল হতেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে কয়েকদিন বাদে ভোটের ফলাফল তার আগেই মুর্শিদাবাদের প্রায় জায়গায় বোমা উদ্ধার, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্বাচনের আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত মুর্শিদাবাদে নিত্য বোমা উদ্ধার হচ্ছে। বোমাবাজির ঘটনাও ঘটছে একাধিক। গণনার আগেই এইভাবে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন।

Next Article