Murshidabad: হাইওয়ের ধার থেকে রেস্টুরেন্ট মালিকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2024 | 1:20 PM

Murshidabad: শুক্রবার রাতে পরিবারের সঙ্গে শেষবার যখন তাঁর কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন, দোকান বন্ধ করে বাড়ি ফিরছেন। তারপরই বাড়িতে ফোন আসে, হাইওয়ের ধার থেকে একটি দেহ উদ্ধার হয়েছে।

Murshidabad: হাইওয়ের ধার থেকে রেস্টুরেন্ট মালিকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ
নিহতের পরিবারের সদস্য
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: হাইওয়ের পাশ থেকে রেস্টুরেন্ট মালিকের দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বহরমপুর বাইপাস এলাকায়। মৃতের নাম দিলওয়ার হোসেন। বাড়ি বেলডাঙা থানার ঝুনকা এলাকায়। জানা গিয়েছে, দিলওয়ারের বলরামপুর এলাকায় একটি রেস্টুরেন্ট রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে শেষবার যখন তাঁর কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন, দোকান বন্ধ করে বাড়ি ফিরছেন। তারপরই বাড়িতে ফোন আসে, হাইওয়ের ধার থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি শনাক্তকরণের জন্য ডাকা হয়। পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করেন।

পরিবারের সদস্যের বক্তব্য, রাতে দিলওয়ারেরই ফোন থেকে অন্য কেউ ফোন করে জানান, তাঁদের ছেলে বেঁচে নেই। পরিবারের অভিযোগ, এটা দুর্ঘটনা নয়। খুন করা হয়েছে দিলওয়ারকে। বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। তদন্তকারীরা জানতে চাইছেন, দিলওয়ারের সঙ্গে কারোর কোনও শত্রুতা রয়েছে কিনা। কারোর কাছ থেকে তিনি কোনও টাকা ধার নিয়েছিলেন কিনা, নাকি কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেটা জানতে চাইছে পুলিশ। দিলওয়ার কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, সেটাও দেখা হচ্ছে। পরিবারের এক সদস্য বলেন, “আমরা বুঝতে পারছি এ মৃত্যু স্বাভাবিক নয়। কিছুক্ষণ আগেও ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। তখন অবশ্য কোনও অস্বাভাবিকত্ব বুঝতে পারিনি। বাড়ি ফিরছি বলেই জানিয়েছিল।”

Next Article