মুর্শিদাবাদ: নমাজের সময় হয়েছিল। অনান্য দিন সময়ে উঠে গেলেও, সেদিন ঘুম থেকে ওঠেননি বাড়ির ছেলে। তাই ঘরে ডাকতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। জানলা দিয়ে দেখেন, বিছানার ওপর এলোমেলোভাবে সন্তানকে নিয়েই পড়ে রয়েছেন স্বামী-স্ত্রী। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। দৃশ্য দেখে স্থবির হয়ে যান। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর জানতে পেরে মর্মান্তিক পরিণিত ডেকে আনলেন স্ত্রী। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের রানিনগর এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে রঘুনাথগঞ্জেরই বাসিন্দা বুলির সঙ্গে বিয়ে হয় আসাদুল শেখের। তাঁদের এক তিন বছরের ছেলে রয়েছে। নাম আসমাইল। সম্প্রতি প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আসাদুল। সে কথা জানতে পেরে গিয়েছিলেন বুলি।
তারপর থেকেই তাঁদের পরিবারের অশান্তি লেগে থাকত। দাম্পত্য কলহের মধ্যে পরিবারের অনান্য সদস্যরা কখনই মাথা ঘামাননি। পরিবারের সদস্যরা বলছেন, রবিবারও সকাল থেকে অশান্তি হয়। পরে তা থেমেও যায়। রবিবার রাতে খাওয়ার পর শুতে চলে গিয়েছিলেন তাঁরা।
সকালে নমাজ পাঠের সময় পেরিয়ে গেলেও আসাদুল না আসায়, তাঁকে ডাকতে গিয়েছিলেন বাড়ির লোকেরা। তখনই বিষয়টি দেখতে পান। দরজা ভেঙে তিন জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা আসাদুল ও আসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। বুলির অবস্থাও আশঙ্কাজনক।
এক আত্মীয়দের কথায়, “বুলি মাঝেমধ্যেই বলত, মরলে তিন জনে এক সঙ্গে মরব! ভাবতাম রাগের মাথায় এ সব কথা বলছে। রাগ হলে তো মানুষ কত কী বলে। কিন্তু ঘুণাক্ষরেও বুঝিনি এমনটা সত্যি করে ফেলবে ও।”
বুলি বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আরও পড়ুন: একুশে ফেরান নি ওঁরা, ‘কৃতজ্ঞতা স্বীকারে’ আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী