কান্দিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে দুই ফুলের তরজা!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Aug 08, 2021 | 2:44 PM

Bomb: ধৃত বুলেট শেখের পরিবারের পাল্টা অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে  ফাঁসানোর জন্য ওই বোমাগুলি রাখা হয়েছিল। ব্যবসার জন্য ধৃত ব্য়বসায়ী অন্য রাজ্যে থাকতেন।

কান্দিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে দুই ফুলের তরজা!
উদ্ধার হওয়া বোমা, নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: এক ব্যবসায়ীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা কান্দির আন্দুলিয়া অঞ্চলের শ্বাসপাড়া গ্রামে। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায় জড়িয়েছে ঘাস ও পদ্ম। শনিবার রাতে, বুলেট শেখ নামে ওই ব্যবসায়ীর বাড়িতে গোপনে অভিযান চালিয়ে ৬টি তাজা বোমা (Bomb) উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ব্যবসায়ী।

ধৃত বুলেট শেখের পরিবারের পাল্টা অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে  ফাঁসানোর জন্য ওই বোমাগুলি (Bomb) রাখা হয়েছিল। ব্যবসার জন্য ধৃত অন্য রাজ্যে থাকতেন। করোনা মহামারীর জেরে কিছুদিনের জন্য বাড়িতে ফেরেন বুলেট। তবে, তাঁদের পরিবারের সঙ্গে কিছু লোকের পারিবারিক বিবাদ চলছিল বলে অভিযোগ। জমিসংক্রান্ত সেই বিবাদের জেরেই বুলেট শেখকে ফাঁসাতে দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ পরিবারের।

কান্দি থানার পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন অভিযান চালিয়ে ৬টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি ওই ব্যবসায়ীর বাড়ির পাশে মজুত করা ছিল। আপাতত, বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব-স্কোয়াডকে। ততক্ষণ পর্যন্ত এলাকায় পুলিশি প্রহরা বহাল রয়েছে। ঘটনায় ব্যবসায়ী বুলেট শেখকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বোমা উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম সরকার বলেন, “আমি একটি অনুষ্ঠান ছিলাম তখন শুনলাম একটা বাড়িতে বোমা উদ্ধার হয়েছে। আমি প্রশাসনকে বলবো দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। সমাজবিরোধীরা কোনোদিন রাজনৈতিক দলের সদস্য হতে পারে না।” অন্যদিকে, বিজেপি নেত্রী বিনীতা রায় বলেন, “কান্দি এখন বারুদের স্তুপের উপর। দিন কয়েক আগেই তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছিল। আমার বাড়িতে বোমা ছুঁড়েছিল। প্রশাসন এগুলো তদন্ত না করে আমাদের কর্মসূচিতে কীভাবে বাধা দেওয়া যায় সেই নিয়ে চিন্তিত।” আরও পড়ুন: ‘সিনেমার মতো’! প্রকাশ্যে ‘বন্দুক’ হাতে তৃণমূল পঞ্চায়েত প্রধান ছেলের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Next Article