Murshidabad: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন, গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 07, 2024 | 10:54 AM

Murshidabad: গত শুক্রবার সকালে যীশু হালদার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। শনিবার ভোর রাত থেকেই শ্বশুরবাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান। দুই পরিবারের লোকজনই খোঁজাখুঁজি করতে থাকেন। থানাতে অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে প্রায় আট দিন পর শুক্রবার সকালবেলায় রঘুনাথগঞ্জ থানার দেউলির মাঠের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান।

Murshidabad: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন, গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
গাছের ডালে যুবকের দেহ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

 মুর্শিদাবাদ:  অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তারপর সেখান থেকেই নিখোঁজ হয়ে যান যুবক। পরে মাঠের মধ্যে গাছ থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার যুবকের। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দেউলি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম যীশু হালদার। বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ফিল্ড কলোনি এলাকায়। সপ্তাহ খানেক আগে রঘুনাথগঞ্জ থানার প্রতাপপুর এলাকার বাসিন্দা সরস্বতী হালদারের সঙ্গে বিয়ে হয় যীশুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত শুক্রবার সকালে যীশু হালদার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। শনিবার ভোর রাত থেকেই শ্বশুরবাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান। দুই পরিবারের লোকজনই খোঁজাখুঁজি করতে থাকেন। থানাতে অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে প্রায় আট দিন পর শুক্রবার সকালবেলায় রঘুনাথগঞ্জ থানার দেউলির মাঠের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।  পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। কী কারণে এই ঘটনা, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এটা আদৌ আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article