Murshidabad: তৃণমূলের বিজয় মিছিল থেকে পটকা গিয়ে পড়ে কংগ্রেস কর্মীর বাড়ি ছাদে, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2024 | 3:35 PM

Murshidabad: ৫৫ নং বুথের তৃণমূল সদস্য আলোম সেখের নেতৃত্ব জঙ্গিপুরের তৃনমুল প্রার্থী খলিলুর রহামানের জয়ে বিজয় মিছিল করছিল। সেই বিজয় মিছিল থেকে বাজি ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

Murshidabad: তৃণমূলের বিজয় মিছিল থেকে পটকা গিয়ে পড়ে কংগ্রেস কর্মীর বাড়ি ছাদে, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন
কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: তৃণমূলের বিজয় মিছিল থেকে কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে পড়়ল ফটকাবাজি। ছাদে থাকা পাটকাঠিতে আগুন লেগে বিপর্যয়। দাউ দাউ করে জ্বলে ওঠে কংগ্রেস নেতা আসাউদ্দিন সেখের বাড়ির ছাদ। অল্পের জন্যে প্রানে বাঁচে ২ শিশু সহ ১ মহিলা। মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া গ্রামের ঘটনা।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির মহিশাইলের সাহাপাড়া গ্রামের ৫৫ নং বুথ এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাম কংগ্রেসের নেতৃত্ব।

জানা গিয়েছে, ৫৫ নং বুথের তৃণমূল সদস্য আলোম সেখের নেতৃত্ব জঙ্গিপুরের তৃনমুল প্রার্থী খলিলুর রহামানের জয়ে বিজয় মিছিল করছিল। সেই বিজয় মিছিল থেকে বাজি ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতি থানা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পর থেকে আতঙ্কে পরিবার।  ঘটনার তদন্ত শুরু করেথে সুতি থানার পুলিশ।

সিপিএম নেতা মহম্মদ মফিজুল ইসলাম বলেন, “জানি না বিজয় মিছিল করার কোনও অনুমতি ছিল কিনা। সেখান থেকেই ফটকা ফাটায়। বাড়ির ছাদে থাকা পাটকাঠিতে আগুন লেগে যায়। আমরা চাই এই ঘটনার পূর্ণ তদন্ত হোক।” যদিও এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article