মুর্শিদাবাদ: ছাগল নিয়ে বচসা। এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুবল মণ্ডল (৫৮)। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন তিনি। সে সময় ছাগল অন্য এক ব্যক্তির জমির ফসল খেয়ে ফেলে। তা দেখতে পেয়েই সুবলের ওপর চড়াও হন ওই ব্যক্তি। তাঁদের মধ্যে বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন আরও অনেকে তাঁর ওপর চড়াও হন। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে সুবলকে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ।
সুবলের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বহড়ান প্রাথমিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।