Murshidabad: হায়দরাবাদে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
Migrant Workers: ভিন রাজ্যে রাইস মিলের কাজ করতেন আব্দুল হালিম। সকালে পরিবারের কাছে ফোন আসে, আব্দুল বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। ফোনে জানানো হয়, আব্দুল রাইস মিলে কাজ ছেড়ে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কে যাচ্ছিলেন, আর সেই সময় পিছন থেকে একটি মোটর বাইক এসে সজোরে ধাক্কা মারে।

মুর্শিদাবাদ: হায়দরাবাদে রাইস মিলের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আব্দুল হালিম ( ৩৪ )। বাড়ি ভগবানগোলা থানার হাবাসপুর নাজির মহালদার পাড়া এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আব্দুল হালিমের। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে রাইস মিলের কাজ করতেন আব্দুল হালিম। সকালে পরিবারের কাছে ফোন আসে, আব্দুল বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। ফোনে জানানো হয়, আব্দুল রাইস মিলে কাজ ছেড়ে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কে যাচ্ছিলেন, আর সেই সময় পিছন থেকে একটি মোটর বাইক এসে সজোরে ধাক্কা মারে।
জানা গিয়েছে, আব্দুল হালিমকে ছিটকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারাই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে আব্দুলের পরিবার। আব্দুলের দুই সন্তানও রয়েছে। এবার কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।
এমনিতেই ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। তা নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। তার মধ্যে বাংলার আরও এক পরিযায়ী শ্রমিকের এহেন পরিণতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

