মুর্শিদাবাদ: কয়েক পা দূরে সিআইএসএফ ক্যাম্প। সর্বদা বাইরে কড়া নজরদারি। তার সামনেই পড়ে আধপোড়া একটা দেহ। দেহটা এমনভাবেই পোড়া যে সেটি কোনও মহিলার না পুরুষের, তা বোঝাই দায়! শরীরের পাশে পড়ে রয়েছে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জও। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পঞ্চবাটি গ্রামে সিআইএসএফ ক্যাম্পের পাশে একটি আধ পোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে গ্রামেরই কয়েকজন বাসিন্দা কাজে যাওয়ার সময়ে সিআইএসএফ ক্যাম্পের পাশে ওই আধপোড়া দেহটি পড়ে থাকতে দেখেন। প্রথমে ভয় পেয়ে তাঁরা কিছু দূর এগিয়ে যান, পরে ফের তাঁরা খবর দেন থানা। পুলিশ সিআইএসএফের সঙ্গে যোগাযোগ করে।
খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আধ পোড়া দেহের পাশ থেকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জও উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সিআইএসএফ ক্যাম্পের পাশে একটি জঙ্গল। তল্লাশি চলছে সেখানেও।
পুলিশ আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আদৌ ওই দেহ মহিলার নাকি কোনও পুরুষের, কীভাবে এত স্পর্শকাতর এলাকায় কেউ এভাবে দেহ ফেলে রেখে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।