Murshidabad: মুর্শিদাবাদে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 16, 2024 | 10:41 AM

Murshidabad: জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে যেমন ডেঙ্গি আক্রান্ত রোগীরা মু্র্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন, আবার অনেকেই সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন।

Murshidabad: মুর্শিদাবাদে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ:  শীতের শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি আক্রান্ত ২৯ জন রোগী ভর্তি রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের সিসিইউতি ভর্তি করা হয়েছে বলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে যেমন ডেঙ্গি আক্রান্ত রোগীরা মু্র্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন, আবার অনেকেই সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। দু’দিন আগেই ২৪ ঘণ্টায় দু’জন ডেঙ্গি আক্রান্তের এবং একজন ম্যালেরিয়া আক্রান্তের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়ায় হইচই শুরু হয়েছে।

সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত মৃত দুজনের মধ্যে সুতির একজন সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। অন্যজনকে সাগরপাড়া থেকে স্থানান্তরিত করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত কুমার দাঁ বলেন,  ‘‘এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। তার মধ্যে তিনজনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।”

Next Article