বহরমপুর: সংসারে নিত্যদিন অশান্তি স্ত্রীর সঙ্গে। অত্যন্ত তেমনটাই অভিযোগ করেছেন স্বামী। কিছু না কিছু নিয়ে টুকটাক গণ্ডগোল লেগেই থাকত। সেই অশান্তি থেকে মুক্তি পেতে তিন বছরের শিশুকে বুকে জড়িয়ে ব্রিজ থেকে ভাগীরথীতে ঝাঁপ দিলেন বাবা। তারপর…
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের। বুধবার রাত্রি ৯টা নাগাদ তিন বছরের শিশুকে কোলে নিয়ে বহরমপুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্রিজ থেকে ৩ বছরের শিশুকে নিয়ে ঝাঁপ দেয় রহমান শেখ নামের এক ব্যক্তি। তবে বরাত জোরে দু’জনেই বেঁচে যায় প্রাণে। ঘটনার সময় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দল সেতু সংলগ্ন কলেজ ঘাট এলাকায় থাকায় বাবা এবং সন্তান দুজনকেই উদ্ধার করে তাঁরা। দু’জনকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বাবা।
রহমান শেখ বলেন, “আমার বৌ সংসার করতে চাইছে না। কয়েক দিন আগে ও কাজ করতে মুম্বই যায়। ফিরে আসার পর থেকেই অশান্তি করে। আমি চেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে থাকতে। কিন্তু ও রোজ গন্ডগোল করে। আজ বলল তোর ছেলেকে নিয়ে মরে যা। তাহতে কী করব?”