মুর্শিদাবাদ: সীমান্তে কাজ করতে গিয়েছিলেন। পাট ক্ষেতের ভিতর থেকে একটা শব্দ অনেকক্ষণ ধরেই শুনছিলেন তাঁরা। কিন্তু প্রথমটায় বিশেষ আমল দেননি। পাটের গোঁড়ায় দায়ের কোপ মারতেই ঝোপের ভিতর থেকে লাফ মেরে গলায় কামড় বসায় ব্যক্তির। তাঁকে ছাড়াতে গিয়ে আক্রান্ত আরও পাঁচ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলার নির্মলচর জাজিরা এলাকায়। আহত হয়েছেন পাঁচ জন। আহতদের সারা শরীরে ক্ষত। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তে রানিতলা থানার নির্মলচর এলাকায় জমিতে পাট কাটার উদ্দেশ্যে যান কৃষকরা। কাজ করার সময় জংলি শুয়োরের পাল পাট ক্ষেতের ভিতর থেকে লাফিয়ে পড়ে কৃষকদের ওপর।
ঘটনায় ওই চাষের জমিতে থাকা পাঁচজন কৃষককে কামড়ে দেয় জংলি শুয়োর। কৃষকদের আর্তনাদ শুনতে পেয়েই স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে প্রথমে নসিপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।