মুর্শিদাবাদ: স্বামী পাশেই বসে ছিলেন। টোটোও চলছিল দ্রুত গতিতে। রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন মহিলা। আচমকাই পিছন থেকে ধারাল অস্ত্রের কোপ । মহিলা কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যান স্বামী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু মহিলার। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার দিঘি এলাকায়। মৃতের নাম আয়েশা বিবি। অভিযোগ, স্বামীই ওই মহিলাকে অস্ত্রের কোপ মেরেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আয়েশা বিবি নামে ওই মহিলা বুধবার টোটো তাঁর স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। ভগবানগোলা এলাকাতেই একটি জায়গায় কাজ করেন তিনি। চলন্ত টোটোর পিছনের সিটে বসেছিলেন ওই মহিলা, পাশে ছিলেন স্বামী। অভিযোগ, আচমকাই মহিলার আর্তনাদ শুনে প্রথমে চমকে যান টোটো চালক। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই মহিলার স্বামী টোটো থেকে নেমে পালিয়ে যান। রাস্তা মারাত্মকভাবে অন্ধকার থাকায়, মুখ সেভাবে দেখতে পাননি টোটোচালক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আয়েশা বিবি। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে আয়েশার।
এই ঘটনায় ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মহিলার স্বামী জাজজিদ শেখের বিরুদ্ধে। জানা যাচ্ছে কয়েক বছর আগে জাজজিদ শেখের সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার। তাঁদের বর্তমানে দুই সন্তান রয়েছে। তবে নানা কারণেই দুজনের মধ্যে অশান্তি লেগে থাকত। এই ঘটনার পিছনে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কের কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী জাজজিদ শেখ। পুলিশ আপাতত টোটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।