ডোমকল: চলতি সপ্তাহে ক্লাস থ্রি-র এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শিক্ষক। রেহাই পাচ্ছে না ছাত্ররাও। এবার মাদ্রাসার এক ছাত্রকে যৌন হেনস্থার (Child Abuse) অভিযোগ উঠল শিক্ষকের (Molestation by Teacher) বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিত ছাত্রের বাবা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের একটি মাদ্রাসায়।
সূত্রের খবর, মাদ্রাসার চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে দুপুরে টিফিনের সময়ে বাথরুমে টেনে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে ছাত্রকে মারধরের হুমকিও দেয় ওই শিক্ষক। এই ঘটনার পর বাড়ি ফিরে আসে ওই ছাত্র। শুরুতে বাড়ি এসে কাউকে কিছু না বললেও তাঁকে চুপচাপ থাকতে দেখে সন্দেহ হয় বাড়ির সদস্যদের। রাতের দিকে বাবাকে সব কথা খুলে বলে ওই ছাত্র। ঘটনার কথা জানা মাত্রই পুলিশে অভিযোগ জানাতে কালবিলম্ব করেননি নিগৃহীত ছাত্রের বাবা। ডোমকল থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও হয়। এরপরই শিক্ষককে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে।
শনিবার এ ঘটনা ঘটে। আমার ছেলে ওই স্কুলে পড়ত। একটা মাস্টার আমার ছেলেকে বাথরুমে নিয়ে গিয়ে অপকর্ম করে। কাউকে এ কথা বললে মারধরেরও হুমকি দেয়। আমি চাই আইনি মতে ওই শিক্ষকের সাজা হোক। আমি থানায় অভিযোগ জানিয়েছি।