Murshidabad: মদ-মাংসের পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 30, 2024 | 11:35 AM

Murshidabad: মৃতের স্ত্রীর অভিযোগ রবিবার রাতে তাঁর স্বামীকে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ভগ্নিপতি ছেলে-ভাইপো. পরে ভগ্নিপতির বাড়িতেই শুরু হয় খাওয়া-দাওয়া। সেখান থেকেই পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়।

Murshidabad: মদ-মাংসের পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
পিকনিকে গিয়ে রহস্য়জনকভাবে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ:  আত্মীয়ের বাড়িতে পিকনিক করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির! মদ খাইয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। গ্রামেই চলে চোলাই মদের কারবার, সেখান থেকেই মদ কিনে বাড়িতে মেসোমশাইকে নিয়ে মদ আর মাংসের পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে গেল এমন মর্মান্তিক পরিণতি। ঘটনায় খুনের অভিযোগ তুলছেন মৃত ব্যক্তির পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার গৌরীনগর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম দেবব্রত ঘোষ (৪২ )। বাড়ি গৌরনগর গ্রামে।

মৃতের স্ত্রীর অভিযোগ রবিবার রাতে তাঁর স্বামীকে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ভগ্নিপতি ছেলে-ভাইপো. পরে ভগ্নিপতির বাড়িতেই শুরু হয় খাওয়া-দাওয়া। সেখান থেকেই পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়।

আর তার জেরেই দেবব্রতকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।ঘটনার পর থেকেই পলাতক ভাইপো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  মৃতের পরিবারের দাবি, পরিকল্পনা করেই খুূন করা হয়েছে দেবব্রতকে।

Next Article