Murshidabad: মৃত সদ্যোজাত অদল-বদলের অভিযোগ, কান্দি মহকুমা হাসপাতালে উত্তেজনা

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 29, 2024 | 7:26 PM

Murshidabad: কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেদকর ও কান্দি থানার আইসি ।

Murshidabad: মৃত সদ্যোজাত অদল-বদলের অভিযোগ, কান্দি মহকুমা হাসপাতালে উত্তেজনা
কা্ন্দি মহকুমা হাসপাতাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ:  সদ্যোজাত মৃত শিশু আদল বদলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, কান্দি পৌরসভার নামুকান্দি এলাকার বাসিন্দা অনামিকা বীরবংশী প্রসব যন্ত্রণা নিয়ে গত ২৬শে ডিসেম্বর ভর্তি হয়। চিকিৎসকদের দাবি, গর্ভস্থ অবস্থাতেই মৃত্যু হয় শিশুর। রবিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালে সিজার করা হয়। দেখা যায়, মৃত সদ্যোজাত পুত্রসন্তান।

অন্যদিকে, খড়গ্রাম থানার এড়োয়ালির আইরা গ্রামের বাসিন্দা টুম্পা বাগ্দী ভর্তি হন রবিবার সকালে। রবিবার দুপুরে সিজার করলে পুত্র সন্তানের জন্ম দেন।  পরে মৃত্যু হয় হাসপাতালে। দুই নবজাতকের শিশু একে ওপরের পরিবারকে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যার কারণে শিশু অদল-বদলের অভিযোগ ওঠে। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ।

কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেদকর ও কান্দি থানার আইসি । ছিলেন কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সৌমিক দাস। দুই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

Next Article