Murshidabad: চার চাকা উঠতেই ব্যাস শেষ! মাঝ নদীতে গাড়িসহ ভেঙে পড়ল বাঁশের সাঁকো

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 29, 2024 | 4:11 PM

Murshidabad: মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙা অঞ্চলের জাফরপুর গ্রাম সংলগ্ন ব্রহ্মানি নদী। সেই নদীর উপর দিয়েই পারাপার হচ্ছিল একটি চার চাকা গাড়ি। আচমকায় ভেঙে পড়ে সেটি। সেই চার চাকাটি নদীর মাঝে পড়ে যায়।

Murshidabad: চার চাকা উঠতেই ব্যাস শেষ! মাঝ নদীতে গাড়িসহ ভেঙে পড়ল বাঁশের সাঁকো
মুর্শিদাবাদে বাঁশের সাঁকো ভেঙে পড়ল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বাঁশের সাঁকো। এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলা হয়েছিল একটি ব্রিজ তৈরি করে দিতে। কিন্তু হয়নি। এবার সেই বাঁশের সাঁকোতে উঠতেই পড়ে গেল চার চাকা গাড়ি। নদী গর্ভে পড়ে গেল গাড়িতে থাকা পরিবারের লোকজন।

মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙা অঞ্চলের জাফরপুর গ্রাম সংলগ্ন ব্রহ্মানি নদী। সেই নদীর উপর দিয়েই পারাপার হচ্ছিল একটি চার চাকা গাড়ি। আচমকায় ভেঙে পড়ে সেটি। সেই চার চাকাটি নদীর মাঝে পড়ে যায়। তবে শীতকাল হওয়ার দরুণ নদীতে জল কম ছিল। ফলে মাটিতেই পড়ে যান তাঁরা। গুরুতর আহত হন চালক সহ তিন জন। এরপর মোট চারজনকে স্থানীয়দের তৎপরতায় পাঁচগ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে ব্রিজ নির্মাণ ও টাকা নিয়ে পারাপার করা হয় যানবাহন এবং তাতে প্রাণের ঝুঁকিও বাড়েছে। প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে এই সমস্ত কার্যকলাপ। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্বভাবত এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। তবে দীর্ঘদিনের দাবি এলাকার মানুষদের এখানে একটি ব্রিজ নির্মাণ হলে তাদের উপকার হবে বলে জানাই। ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Next Article