Murshidabad: বাংলার বুকে মানবপাচরের ‘চেষ্টা’! পুলিশ ধরল ‘ভুয়ো’ RPF-কে

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2024 | 3:25 PM

Murshidabad: যদিও তাঁর সমাগ্রিক কথায় অসঙ্গতি দেখা যায়। যদিও কিছু সময়ের মধ্যে তিনি জানান, ভবঘুরের বাড়ি নাকি মোথাবাড়িতে। সেখানেই তাঁকে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যেতে চাইছিল। এদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে হিন্দীতে কথা বলতে দেখে সন্দেহ আরও বাড়ে এলাকাবাসীদের।

Murshidabad: বাংলার বুকে মানবপাচরের ‘চেষ্টা’! পুলিশ ধরল ‘ভুয়ো’ RPF-কে
পুলিশের হাতে গ্রেফতার ১
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ফারাক্কা: রেল পুলিশ সেজে মানব পাচারের চেষ্টা। অভিযোগ সামনে আসতেই শোরগোল প্রশাসনের অন্দরেও। ঘটনা মুর্শিদাবাদের নিউ ফারাক্কার দু’নম্বর কলোনিতে। অভিযোগ, এদিন সকালে এক অচেনা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে ধরে টানা হ্যাচড়া করতে থাকে। কিন্তু, কিছুতেই যেতে চাইছিল না ওই ভবঘুরে। ঘটনা চোখে পড়ে এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দার। সন্দেহ হওয়ায় তাঁরা লোকটিকে ডেকে ব্যাপার সম্পর্কে জানতেও চান। তিনি নিজেকে আরপিএফ বলে পরিচয় দেন। 

যদিও তাঁর সমাগ্রিক কথায় অসঙ্গতি দেখা যায়। যদিও কিছু সময়ের মধ্যে তিনি জানান, ভবঘুরের বাড়ি নাকি মোথাবাড়িতে। সেখানেই তাঁকে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যেতে চাইছিল। এদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে হিন্দীতে কথা বলতে দেখে সন্দেহ আরও বাড়ে এলাকাবাসীদের। তাঁকে তাঁর বাড়ি জিজ্ঞাসা করলে জানায় উত্তর প্রদেশ। ভিক্ষা করেই দিন কাটে। 

এই খবরটিও পড়ুন

ঘটনায় রহস্যের গন্ধ পেয়ে এলাকার লোকজনই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফারাক্কা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কথায় অসঙ্গতি দেখা দিতেই তাঁকে পাকড়াও করে পুলিশ। তদন্ত চলছে। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও। 

Next Article