মুর্শিদাবাদ: পরপর ব্যবসায়ীদের কাছ থেকে লুট। কারোও কাছ থেকে টাকা। কারোও কাছ থেকে সবজি। ক্রমাগত লুট। আর তাতে বাধা পেতেই গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের রুকুনপুরের কেবলামপুরের ঘটনা। এই ঘটনায় রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, কেবলরামপুর এলাকার ষষ্ঠী সরকার নামে এক ব্যক্তি গান শুনে গভীর রাতে মটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। কেবল রামপুর মাঠ এলাকায় জন কয়েক দুষ্কৃতীরা তাঁর বাইক আটকে ২০০০ টাকা নিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেয়। এই ঘটনার পর রবিবার ভোর আনুমানিক চারটে নাগাদ বিশু মণ্ডল নামে এক পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ ও টাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁকেও ওই দুষ্কৃতীরা রাস্তা আটকায়।
তার কাছ থেকে ২২ হাজার টাকা নিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। সেখান থেকে কোনও রকমে পালিয়ে বাঁচেন তিনি। এরপর এক মাছ বিক্রেতা হারাধন মণ্ডলের সঙ্গেও একই ঘটনা ঘটে। তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গ্রামের লোক জানতে পেরে অভিযুক্তদের ঘেরাও করে। এরপর দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি করে পাটের জমি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। ওই দুষ্কৃতীদের তিনটি বাইক আটক করে নিয়ে যায় থানায়।
গ্রামবাসীদের দাবি, গভীর রাত থেকে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে পুলিশকে খবর দেওয়া হলে অনেক দেরি করে আসে। রাত্রে যদি পুলিশ আসে তাহলে পরের এই দু’টি ঘটনা আর ঘটত না বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় আতঙ্কিত গ্রামবাসী।