AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: নেতার ‘চাপে’ আত্মঘাতী স্কুলের প্রধান শিক্ষক, গ্রেফতার

Murshidabad TMC Leader Arrested: আত্মঘাতী প্রধান শিক্ষকের স্ত্রী পলি সিংহ রায় বলেন, "বারবার হুমকি দিত, বিনা কারণে ফাঁসাব। প্রেস করব। লোকের কাছে প্রমাণ করব আপনি চোর। যদি ৩৫ লক্ষ টাকা দেন, তাহলে আপনাকে ছাড়ব। ভীষণরকম মানসিক অবসাদে ভুগছিলেন। চাল চুরি যেদিন হল, তারপর থেকেই এই অত্যাচার শুরু করেছিল।"

Murshidabad: নেতার 'চাপে' আত্মঘাতী স্কুলের প্রধান শিক্ষক, গ্রেফতার
গ্রেফতার তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2025 | 1:55 PM
Share

মুর্শিদাবাদ: রানিনগরে আত্মঘাতী প্রধান শিক্ষক। গ্রেফতার তৃণমূল নেতা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আইনাল রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম আইনাল হক। অভিযোগ, চুরির অপবাদ দিয়ে ৩৫ লক্ষ টাকা চেয়ে প্রধান শিক্ষকের ওপর চাপ তৈরি করেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা। অপবাদে আত্মঘাতী প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার।

আত্মঘাতী প্রধান শিক্ষকের স্ত্রী পলি সিংহ রায় বলেন, “বারবার হুমকি দিত, বিনা কারণে ফাঁসাব। প্রেস করব। লোকের কাছে প্রমাণ করব আপনি চোর। যদি ৩৫ লক্ষ টাকা দেন, তাহলে আপনাকে ছাড়ব। ভীষণরকম মানসিক অবসাদে ভুগছিলেন। চাল চুরি যেদিন হল, তারপর থেকেই এই অত্যাচার শুরু করেছিল।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮, ৩৫১ , ৩৫২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। ওই শিক্ষকের স্ত্রীর অভিযোগ, স্কুল পরিচালন সমিতি ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিয়েছিল।

স্বাভাবিকভাবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “যাঁরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাঁদের এনকাউন্টার করা উচিত। বলতেই পারেন, আমি সংবিধানবিরোধী কথা বলছি। কিন্তু কীভাবে স্কুলের একজন প্রধান শিক্ষককে তৃণমূলের এক সামান্য নেতা চাপ তৈরি করতে পারে। তিনি আবার জনপ্রতিনিধি, তার দায় নিতে হবে তৃণমূলকে। পাড়ায় সমাধান, একটাই সমাধান, তৃণমূলকে সরাতে হবে।”