অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন, বাইক দুর্ঘটনায় মৃত ৩ বন্ধু

Jan 30, 2021 | 4:10 PM

ভোর রাতে অনুষ্ঠান শেষে মনিগ্ৰামের কান্তনগর এলাকায় ফিরছিলেন। সাগরদিঘির কুঠিরমোড় এলাকায় তাঁদের তিন জনের দেহ উদ্ধার হয়।

অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন, বাইক দুর্ঘটনায় মৃত ৩ বন্ধু
প্রতীকী চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: বাইক দুর্ঘটনায় মৃত্যু তিন যুূবকের। ঘটনাকে ঘিরে উত্তেজনা  মুর্শিদাবাদ (Murshidabad) সাগরদিঘির কুঠির মোড় এলাকায়। মৃতদের নাম কালু মন্ডল, পিও মন্ডল ও অপূর্ব মন্ডল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন যুবকই বাইকে শুক্রবার রাতে মথুরাপুরে গিয়েছিলেন। সেখানে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। ভোর রাতে অনুষ্ঠান শেষে মনিগ্ৰামের কান্তনগর এলাকায় ফিরছিলেন। সাগরদিঘির কুঠিরমোড় এলাকায় তাঁদের তিন জনের দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: ভাগলপুর থেকে কলকাতা হয়ে অস্ত্র যাচ্ছিল বারুইপুরে, ভোটের আগে কোন নয়া ছক?

প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, নিয়ন্ত্রণ হারিয়েই বাইক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। সাগরদিঘি থানার পুলিস দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে তিন যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলাকা।

Next Article