Murshidabad: বড়দিনের সকালে পাবলিক টয়লেট থেকে একসঙ্গে ৯টি বোমা উদ্ধার

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 25, 2023 | 1:53 PM

Murshidabad: জানা গিয়েছে, এই শৌচালয়ের পাশে দুটি ব্যাগ পাওয়া যায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ওই শৌচালয়টি অনেকে ব্যবহার করেন। এ দিন প্রথমে শৌচালয়ের কর্মীর নজরে পড়ে ব্য়াগটি। তাঁর সন্দেহ হতেই তিনি বিষয়টি জানান কর্তব্যরত সিভিক ভলান্টিয়রদের। তাঁরা আবার খবর দেয় বড়ঞা থানায়।

Murshidabad: বড়দিনের সকালে পাবলিক টয়লেট থেকে একসঙ্গে ৯টি বোমা উদ্ধার
বোমা উদ্ধার এই শৌচালয় থেকে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বড়ঞা: লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বড়দিনের সকালে মুর্শিদাবাদের কুলি শৌচালয় থেকে উদ্ধার দুটি ব্যাগ ভর্তি বোমা। মোট ন’টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের ঘটনা।

জানা গিয়েছে, এই শৌচালয়ের পাশে দুটি ব্যাগ রাখা ছিল। তবে কে বা কারা সেই ব্যাগ রেখে গিয়েছে তার হদিশ মেলেনি। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ওই শৌচালয়টি অনেকে ব্যবহার করেন। এ দিন প্রথমে শৌচালয়ের কর্মীর নজরে পড়ে ব্য়াগটি। তাঁর সন্দেহ হতেই তিনি বিষয়টি জানান কর্তব্যরত সিভিক ভলান্টিয়রদের। তাঁরা আবার খবর দেয় বড়ঞা থানায়। এরপর বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এরপর পুলিশের পক্ষ থেকে বোম স্কোয়্যাডকে খবর দেওয়া হয়। বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো এলাকায়। শৌচালয়ের কর্মী মানিক শেখ বলেন, “আমি শৌচালয় এসে দেখতে পাই দু’টো ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ দু’টি দেখে আমার সন্দেহ হয়। তখন আমি সিভিক ভলেন্টিয়রদের খবর দিই ও বিষয়টা জানাই।”

বস্তুত, যে স্থানে বোমাগুলি উদ্ধার হয়েছে সেটি জনবহুল। এখানে ২০ থেকে ২৫টি গ্রামের লোকজন আসেন ব্যবসা বাণিজ্য করতে। বিভিন্ন কাজের সুবাদে এরা আসেন এখানে। যদি আজ কোনও কারণে বোমা গুলি ফেটে যেত, বড়সড় একটা অঘটন ঘটে যেত তা বলার অপেক্ষা রাখে না।

Next Article