Adhir Chowdhury: সভায় যাওয়ার পথে বাধা, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি অধীরের

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 08, 2023 | 2:40 PM

Adhir Chowdhury: কংগ্রেসের বক্তব্য, এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। অধীর চৌধুরী যে সেই সভার প্রধান বক্তা, সেটাও নির্ধারিত ছিল। প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ কেন পুলিশি বাধা? কংগ্রেসের অভিযোগ, ভাগিরথী দুগ্ধ সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে।

Adhir Chowdhury: সভায় যাওয়ার পথে বাধা, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি অধীরের
পুলিশি বাধার মধ্যে অধীর চৌধুরী
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বহরমপুরে সভায় যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি অধীরের। জানা যাচ্ছে, ভাগিরথীর দুগ্ধ সমবায় সমিতির তরফে একটি সভায় প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন অধীর চৌধুরী। কিন্তু শুক্রবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে অধীরের কনভয় উঠতেই পুলিশ বাধা দেয়। গাড়ি থেকে নেমে কর্মী সমর্থকদের নিয়ে হেঁটেই সভাস্থলে যাচ্ছিলেন অধীর চৌধুরী। পুলিশ পথ আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কংগ্রেসের বক্তব্য, এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। অধীর চৌধুরী যে সেই সভার প্রধান বক্তা, সেটাও নির্ধারিত ছিল। প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ কেন পুলিশি বাধা? কংগ্রেসের অভিযোগ, ভাগিরথী দুগ্ধ সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই নিয়ে বারবার বিরোধীরা সরব হলেও, অভিযোগ ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই অধীর চৌধুরীর এদিনের সভা। অভিযোগ, সেই কারণেই পুলিশকে দিয়ে বাধা দেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের বক্তব্য, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই ভাবে সভা করা যায় না। তাছাড়াও ওই সভা ঘিরে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার জন্যই এই সভায় অনুমতি দিচ্ছিল না পুলিশ। কংগ্রেসের বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দল ৩৪ নম্বক জাতীয় সড়কে একাধিকবার মিছিল করেছে। সেক্ষেত্রে তাদের কোনও বাধার সম্মুখীন হতে হয় না। কিন্তু প্রদেশ কংগ্রেস নেতাকে বাধার মুখে পড়তে হল। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে কংগ্রেস কর্মীরা। ধস্তাধস্তির মধ্যে দিয়েই অধীর চৌধুরী এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

Next Article