Murshidabad: বাংলাদেশির ‘পাতানো দাদা’কে ধরল পুলিশ, কে এই রহিম

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 26, 2024 | 1:59 PM

Bangladeshi: পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাতে লালগোলার ধনার মোড় থেকে শওকত শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছিল। শওকত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

Murshidabad: বাংলাদেশির পাতানো দাদাকে ধরল পুলিশ, কে এই রহিম

Follow Us

মুর্শিদাবাদ: সদ্য মুর্শিদাবাদ থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুজনকে। শুধু তাই নয়, কেরল থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, যাঁর নাম রয়েছে মুর্শিদাবাদের ভোটার তালিকায়। ফলে, জেলা জুড়ে বেড়েছে সতর্কতা। এরই মধ্যে ফের সেই জেলায় বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠল।

বৃহস্পতিবার বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে লালগোলার এক যুবককে। মঙ্গলবার রাতে লালগোলার চাটাইডুবি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রহিম শেখ। ৩৫ বছর বয়সী রহিমের বাড়ি লালগোলার চাটাইডুবি গ্রামে।

বুধবার তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাতে লালগোলার ধনার মোড় থেকে শওকত শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছিল। শওকত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, শওকতের পাতানো দাদা হচ্ছেন রহিম। শওকত পুলিশের কাছে দাবি করেছেন যে তিনি রহিমের বোনকে বিয়েও করেছেন। যদিও সেই সব বিষয়ে তিনি পুলিশকে কোনও নথি দেখাতে পারেননি।

উল্লেখ্য, এদিনই আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে রানীনগর থানার ডুবাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।

Next Article
Murshidabad: জঙ্গি আবহের মধ্যেই এবার মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমা
Murshidabad: নতুন ভোটার তালিকায় নাম থাকবে বাংলাদেশি জঙ্গিরও?