Murshidabad: তবে কি অধীরের আশঙ্কাই সত্যি হল? মুর্শিদাবাদে ঢুকে পড়ল বাংলাদেশি, জবাব দিল পুলিশও
Murshidabad: মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকার ঘটনা। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মহম্মদ মেহেদি (২৬)। তার বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়।
মুর্শিদাবাদ: ‘মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান। ভৌগলিক সীমা বাড়াবেই বাংলাদেশ’ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সেই আশঙ্কাই কি সত্যি হচ্ছে? কারণ , মুর্শিদাবাদে ধুলিয়ানে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির তথ্য আগেই পেয়েছিলেন গোয়েন্দারা। এরই মধ্যে মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি যুবক। কোন উদ্দেশ্যে আনাগোনা করছে ভাবাচ্ছে গোয়েন্দাদের।
মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মহম্মদ মেহেদি (২৬)। তার বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। কী উদ্দেশ্যে এবং কীভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত করে দেখছে পুলিশ। আজ বুধবার ধৃত বাংলাদেশি যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। কোন উদ্দেশ্যে এই পারে এসেছে তদন্তে পুলিশ।
উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “আগামী দিনে তো বলতে পারে, মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান। আওয়াজ উঠাচ্ছে। ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের অতিরিক্ত অংশ, এই দাবি আসবেই আসবে। অন্য যুক্তিতে দাবি করবে। বাংলাদেশের তরফ থেকে বাংলায় মৌলবাদীদের প্রভাব পতিপত্তি বাড়বে।”